Monday, October 7, 2013

আজকের টিপস ঠাণ্ডা ও কাশির প্রকোপ দূর করা প্রসঙ্গে।

ঠাণ্ডা লেগেছে, সর্দি-গর্মিতে অস্থির হয়ে উঠেছেন? ঠাণ্ডা, গলায় খুসখুসে ভাব আর কাশি দূর করার জন্য মুঠো মুঠো ওষুধ না খেয়ে ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে সহজ সমাধান। ঘরে মজুদ মধু, আদা আর লেবুই হতে পারে খুসখুসে কাশিতে আপনার পরম ঔষধ।

এক কাপ হালকা গরম পানি নিন। তাতে মেশান ১ টেবিল চামচ করে মধু, আদার রস ও লেবুর রস। ভালো করে মিশিয়ে নিন ও ছোট ছোট চুমুকে পান করুন। দিনে ২/৩ বার পান করলেই কাশির সমস্যা থেকে মিলবে মুক্তি।





ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট না করলে ধীরে ধীরে পোস্ট আর দেখতে পাবেন না। তাই পোস্ট ভাল
লাগলে লাইক দিয়েশেয়ার করে পেজে একটিভ থাকুন।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger