Friday, October 11, 2013

যৌনতার জানা-অজানা নানা বিষয়

প্রশ্ন: জোলোফট এবং ভায়াগ্রা ব্যবহারে কি যৌন ক্ষমতা বাড়তে পারে?

উত্তর: অধিকাংশ ক্ষেত্রে জোলোফট ব্যবহৃত হয় ভারী মাত্রার ডিপ্রেশনের ওষুধ হিসেবে। এটা মানসিক চাপ বা স্ট্রেসকেও নিয়ন্ত্রণ করতে পারে। তবে এর যৌন ক্ষমতা বৃদ্ধির কোনো ভূমিকা নেই। তবে ভায়াগ্রা যৌন ক্ষমতা বাড়াতে পারে। কিন্তু্তু এটি ব্যবহারের কিছু শর্ত আছে। অধিকাংশ ক্ষেত্রে এটি নেতিয়ে পড়া যৌনাঙ্গকে মোটামুটি সবল করে তাকে যৌনমিলনের জন্য উপযুক্ত করে তোলে।
প্রশ্নঃ আমার যোনির ভেতরে যৌনমিলনের পরে তীব্র ব্যথার সৃষ্টি হয়। আমি জানি না এর কারণ কি? এ ব্যাপারে আপনার পরামর্শ চাই।
উত্তর: যোনির ভেতরে কোনো টিসু ছিড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এরকম সমস্যা হতে পারে। তবে আমার মনে হয় এর জন্য উপযুক্ত চিকিৎসা গ্রহণ একান্তই প্রয়োজন।


প্রশ্নঃ আমার বয়স ২৮ বছর। আমার বিয়ে হয়েছে গত দু’বছর। আমি কিজেল ব্যায়ামের সাথে পরিচিত। ইদানীং আমি যৌনমিলনে দীর্ঘস্থায়ী চরমপুলক অনুভব করি না। এর কারণ কি? আমি আপাতত কোনো ওষুধ গ্রহণ করছি না।
উত্তরঃ চরমপুলকের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দেয়া হয়েছে। আসলে চরমপুলক একটা মানসিক অনুভূতির ব্যাপার। এ ব্যাপরে মানসিক একটা প্রশান্তি রাখা দরকার। আপনি যদি মনে করেন আপনার চরমপুলক তীব্র হয় না তাহলে আপনাকে দু’একটি মেডিকেশনের ব্যাপারে উৎসাহী হতে হবে। তবে কিজেল ব্যায়াম কিন্তু এক্ষেত্রে উপকারী।
প্রশ্নঃ গত চার মাস পূর্বে আমার স্ত্রীর সাথে আমি জন্মনিরোধক ছাড়া যৌনমিলন ঘটিয়েছি। আমার স্ত্রীর বয়স ৪৭ বছর। তার এখন মেনোপজ চলছে। আমি কি ধরে নিতে পারি এতে করে তার গর্ভাবস্থা হতে পারে?
উত্তরঃ মেনোপজের পরেও কিন্তু্তু নারীদের গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা একেবারে কমে যায় না। আপনার ক্ষেত্রে আপনার স্ত্রীর গর্ভাবস্থার ঝুঁকি কিছুটা রয়েছে। গাইনোকলজিস্ট এ ব্যাপারে আপনাদের আরো বেশি সাহায্য করতে পারবেন বলে মনে করি।
প্রশ্নঃ মেনোপজ কতদিন স্থায়ী হয়?
উত্তরঃ এটা উপসর্গের ওপর নির্ভর করে। কারো কারো ক্ষেত্রে দু’চার মাস কারো কারো ক্ষেত্রে দু’চার বছর পর্যন্ত স্থায়ী হয়।
প্রশ্নঃ মেনোপজের উপসর্গগুলো কি কি?
উত্তরঃ মেনোপজ শুরু হবার পূর্বে কিছু কিছু উপসর্গ লক্ষণীয় হতে পারে। আবার অনেক নারীদের ক্ষেত্রে প্রাক মেনোপজ উপসর্গ পরিলক্ষিত হয় না। বিশেষ করে মেনোপজকালীন সময় রাতে অতিরিক্ত গরম লাগা একটি সাধারণ উপসর্গ। তবে এছাড়াও মেনোপজ শুরুর পূর্বে কয়েকটি সাধারণ উপসর্গ দেখা দেয় যেমন-

মানিসক চাপ
ঘুমের ব্যাঘাত
শারীরিক এলার্জি সমস্যার বৃদ্ধি
বিষণ্নতা বা ডিপ্রেশন
মুড ডিসঅর্ডার
অন্যান্য ডাক্তারি সমস্যা।

প্রশ্নঃ আমার মত্র ত্যাগের সময় তলপেটে ব্যথা করে। এটা গত কিছুদিন যাবত বেড়ে গেছে। আমি কি করলে এ সমস্যা থেকে মুক্তি পাবো?

উত্তরঃ মত্র ত্যাগের সময় তলপেটে ব্যথার বিভিন্ন কারণের মধ্যে প্রধান হলো কিডনির ইনফেকশন। তবে এছাড়াও ব্লাডার মত্রথলির সমস্যার জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
প্রশ্নঃ আমি ট্যাম্পুন ব্যবহার করি। ইদানীং লক্ষ্য করছি আমার মত্র সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা হলো আমার মত্র ত্যাগের সময় জ্বালাপোড়ার সৃষ্টি হয়। এটার কারণ কি? আমি কি ট্যাম্পুন ব্যবহার বন্ধ করে দেবো?
উত্তরঃ ট্যাম্পুন ব্যবহারের জন্য এই সমস্যা হচ্ছে বলে মনে হয় না। তবে মত্র ত্যাগের সময় জ্বালাপোড়ার কারণ কোনো প্রকার ইনফেকশন হতে পারে। আপনার উচিত হবে গাইনোকলজিস্টের পরামর্শ গ্রহণ করা।
প্রশ্নঃ আমার ইউরিনারী ব্লাডার সার্জারি হয়েছে গত ছ’মাস। আমার সমস্যা হলো আমি প্রস্রাবের সময় মৃদু ব্যথা অনুভব করি এর কারণ কি?
উত্তরঃ এই জাতীয় অপারেশন বা সার্জারির পর সামান্য ব্যথা বেশ কিছুদিন থেকে যেতে পারে। সেজন্য উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। তবে আপনার ডাক্তারের দেয়া মেডিকেশনের ব্যাপারে সতর্ক থাকুন এবং যে কোনো প্রকার নতুন উপসর্গ দেখা দিলে সাথে সাথে তার পরামর্শ নিন।
প্রশ্নঃ ব্লাডার ইনফেকশন হলে একমাত্র অপারেশনই কি উপযুক্ত চিকিৎসা?
উত্তরঃ এটা আক্রান্ত ব্যক্তির বয়সের ওপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে এই ইনফেকশন ওষুধের সাহায্যেই সেরে যায়। আবার অনেক সময় সার্জারি জরুরি হয়ে পড়ে।
প্রশ্নঃ সিসটোমেট্রোগ্রাম কি?
উত্তরঃ সিসটোমেট্রোগ্রাম হলো মত্রথলির চাপ প্রবাহকে নিয়ন্ত্রিত করার একটি বিশেষ যন্ত্র। সিসটোমেট্রোগ্রাম মত্র থলির সার্জারির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
প্রশ্নঃ মত্র সমস্যার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ বিশেষভাবে জরুরি?
উত্তর: কি কি সমস্যা হচ্ছে তার ওপর ব্যবস্থার মাত্রা নির্ধারিত হবে। নানা ধরনের মত্র সমস্যার জন্য প্রাথমিকভাবে বিভিন্ন ডায়

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger