Sunday, September 29, 2013

::: Sex সর্ম্পকিত যা জানতেই হবে :::

(১) sex শেষে প্রস্রাব করে নেয়া জরুরি।
(২) একবার sex এর পর আবার sex করতে চাইলে যৌনাঙ্গ ও হাত ধুয়ে নিতে হবে।
(৩) sex এর পর সাথে সাথে গোসল করে নেয়া উত্তম। অন্ততঃ অযুকরে নেয়া।
(৪) sex এর পর অন্ততঃ কিছুক্ষন ঘুমানো উত্তম।
(৫) জুমআর দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ও শুক্রবার sex করা মোস্তাহাব (নফল) ।
(৬) sex এর বিষয় কারো নিকট প্রকাশ করা নিষেধ। এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী/ স্তিরির হক নষ্ট করা।
(৭) স্বপ্নদোষের পর sex করতে চাইলে প্রস্বাব করে নিবে এবং যৌনাঙ্গ ধুয়ে নিতে হবে।
(৮) অবশ্যই অবশ্যই পরবর্তী ওয়াক্ত নামাজের কথা খেয়াল রাখো । নামাজতো কোনো ভাবেই ছাড়া যাবে না ।
(৯) sex এর পর মধু এবং দুধ খাওয়া উপকারি ।


(১০) wife কে বলুন তোমার সাথে আজ sex করে অনেক মজা পেয়েছি । তাহলে সে মনে মনে খুশি হবে এবং পরবর্তীতে sex করার জন্য মুথিয়ে থাকবে

{লাইক দেন বা নাই দেন আপনারা আমাদের পোস্টগুলো পড়ে উপকৃত হলেই আমাদের লিখা স্বার্থক। কারন আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।}

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger