Sunday, September 8, 2013

Kiss নিয়ে ১০টি মজার তথ্য!

::: Kiss নিয়ে ১০টি মজার তথ্য! :::


১. ফেব্রুয়ারী ৫ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস!

২. সাধারন চুমুতে প্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীরভাবে চুমুতে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন!

৩. চুমু সম্বন্ধে যে বিদ্যা তার নাম Philematology

৪. প্রেমিক প্রেমিকাদের মস্তিস্কে এক ধরনের নিউরন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেকজনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে!

৫. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ডহচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩
সেকেন্ড! এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টাইনসডে তে। এই যুগলের পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো।

৬. সিনেমাতে সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩ মিনিট পাঁচসেকেন্ড্ । সিনেমার নাম “You’re in the Army Now” (১৯৪১ সালের)



৭. মূল ধারার এক সিনেমাতে সবচেয়ে বেশী চুমুর রেকর্ড ১২৭ বার Don Juan (১৯২৭ সালের) সিনেমাতে!

৮. আমরা যেটাকে ফ্রেন্চ কিস হিসেবে জানি ফ্রান্স এ তার নাম Embrasser Avec la Langue !

৯. পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষনীয় ঠোট? জরিপ অনুযায়ী এনজেলিনা জোলী।

১০. চুমু খেতে ভয় পান? তবে আপনার Philematophobia হয়েছে!সকল যৌন সমস্যার সমাধান পেতে প্রথম কমেন্ট দেখুন।তাছাড়াও সেক্স টিপস পাবেন।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger