Tuesday, September 17, 2013

চুল পড়া সমস্যা ও সমাধান


হঠাৎ মাথার চুল পড়ার সমাধান চাই ?

একটু খেয়াল করুনঃ (পয়েন্ট বাড়ানোর জন্য নিন্মমানের উত্তর না দিয়ে মানসম্মত উত্তর দেওয়ার চেষ্টা করুন। অযথা অপ্রাসঙ্গিক বিজ্ঞাপনমূলক লিংক দেওয়া থেকে বিরত থাকুন। উত্তর কোন ওয়েবসাইট থেকে কপি করলে তার সূত্র উল্লেখ করার চেষ্টা করুন। প্রশ্নের উত্তর না দিয়ে শুধু ব্যক্তিগতভাবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার বা ইমেইল অ্যাড্রেস দেওয়া থেকে বিরত থাকুন, তবে প্রয়োজনে দিতে পারবেন। আপনার পুর্বে প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে থাকে এবং আপনি যদি সেই উত্তরের সাথে ভিন্নমত না হন তাহলে নতুন উত্তর না করে পূর্বের উত্তরে মন্তব্য প্রদান করে সহমত জানান)



চুল পড়া রোধ করব কিভাবে ?

চুল পড়া একটা স্বাভাবিক ব্যাপার । পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে চুল একটু বেশি পড়ে । আবার বংশগতিও অন্যতম কারণ । কোন অসুস্থতার কারণে উচ্চমাত্রার এন্টিবায়োটিক জাতীয় ওষধ সেবনের কারণেও চুল পড়তে পারে। এজন্য আপনার ভাল একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা দরকার ।

স্বাভাবিকভাবে আপনি একটা কাজ করে দেখতে পারেন তাহল প্রতিবার গোসলের পর মাথা গামছা দিয়ে ভাল করে পানি মুছে ফেলবেন। গোসলের পূর্বে ভাল সরিষার তেল ব্যবহার করে দেখতে পারেন । তেলটা ভেজাল যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger