Saturday, September 7, 2013

যৌনশক্তি কমায় এমন পরিচিত ৫ খাবার


যৌনশক্তি কমায় এমন পরিচিত ৫ খাবার

চিজ: অতি ফ্যাটযুক্ত খাবার যেমন চিজ শরীরের নানান ক্ষতি করে। সেইসাথে এতে মানুষের যৌনক্ষমতা কমে যায়।

কফি: কফি না খেলে অনেকের দিন ভাল যায় না। এতে মানসিক অবসাদ দূর হয়। তবে অতিমাত্রায় কপি পান স্বাস্থ্যের জন্য ভাল নয়। অতি মাত্রায় কফি শরীরে গেলে হরমোনের বৈষম্য নষ্ট হয়। ফলে শরীরের সতেজতা কমে যায়।

মাদক: যে কোন ধরনের মাদক শরীরের শক্তি নষ্ট করে। মাদকে আসক্তির ফলে মানুষের যৌনক্ষমতা কমে যায়। সাময়িক ভাবে শরীরে উত্তেজনা জাগালেও মাদক আসলে দীর্ঘস্থায়ী ক্ষতি করে।



ফ্রাইড এবং জ্যাংক ফুড: ফ্রাইড এবং জ্যাংক ফুড শরীরের জন্য খুবইক্ষতিকর। যারা রোমান্স করতে ভালবাসেন তাদের জন্য এ খাবার থেকে দূরে থাকায় মঙ্গল।

পুইশাক: সবজি শরীরের জন্য খুবই দরকারি। তবে গবেষকরা জানাচ্ছেন পুই শাকের অন্যান্য গুণাবলি থাকলেও যৌন ক্ষমতা হ্রাসে পুইশাক কাজ করে। তাই যুবক বয়সে একটু কম খাওয়াই ভাল।সকল যৌন সমস্যার সমাধান পেতে প্রথম কমেন্ট দেখুন ৷

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger