Saturday, September 28, 2013

উজ্জ্বলতা বৃদ্ধি করুন রুগ্ন ও মরা ত্বকের

rupcare_dead cells

আমাদের ত্বকে প্রতিদিন অসংথ্য কোষ স্বাভাবিকভাবেই মরে যায়। আবার অযত্ন অবহেলায় এই সংখ্যা আরো বেড়ে যায়। এই মরা কোষ ত্বককে মলিন ও অনুজ্জ্বল করে ফেলে। উজ্জ্বল ত্বক পেতে হলে এইসব মরা কোষ দূর করা আবশ্যক। ঘরোয়া কিছু জিনিস দিয়ে সহজেই একটি প্যাক তৈরী করে বৃদ্ধি করতে পারেন ত্বকের ঔজ্জ্বল্য।
এর জন্য লাগবে:
# এক টেবিল চামচ মুশুরের ডাল
# ৪ টি এলমন্ড বা কাঠ বাদাম
# এক কাপ পরিষ্কার পানি

almond-425x282
উক্ত মুশুরের ডাল এবং এলমন্ড একসাথে পরিষ্কার এক কাপ ঠান্ডা পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।rupcare_dead cells 2
পরদিন সকালে উক্ত উপাদান দুটি পানি থেকে উঠিয়ে ভাল করে বেটে পেস্ট বানিয়ে নিন।
এই পেস্টের সাথে সামান্য পানি মিশিয়ে হালকা করে নিন।
উক্ত পেস্ট শরীরের মরা ও অনুজ্জ্বল ত্বকের ওপর প্রলেপ দিন।
এভাবে ৩০ মিনিট অপেক্ষা করুন।
এবার পরিস্কার পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি সপ্তাহে চারবার করে দুইমাস ব্যবহার করলে আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা অনেকাংশেই ফিরে পাবেন।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger