এর জন্য লাগবে:
# এক টেবিল চামচ মুশুরের ডাল
# ৪ টি এলমন্ড বা কাঠ বাদাম
# এক কাপ পরিষ্কার পানি

উক্ত মুশুরের ডাল এবং এলমন্ড একসাথে পরিষ্কার এক কাপ ঠান্ডা পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।

পরদিন সকালে উক্ত উপাদান দুটি পানি থেকে উঠিয়ে ভাল করে বেটে পেস্ট বানিয়ে নিন।
এই পেস্টের সাথে সামান্য পানি মিশিয়ে হালকা করে নিন।
উক্ত পেস্ট শরীরের মরা ও অনুজ্জ্বল ত্বকের ওপর প্রলেপ দিন।
এভাবে ৩০ মিনিট অপেক্ষা করুন।
এবার পরিস্কার পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি সপ্তাহে চারবার করে দুইমাস ব্যবহার করলে আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা অনেকাংশেই ফিরে পাবেন।

0 comments:
Post a Comment