Home » ডাক্তারের পরামর্শ » স্বাস্থ্য-সংক্রান্ত ১০টি মজার তথ্যঃ
Tuesday, September 3, 2013
স্বাস্থ্য-সংক্রান্ত ১০টি মজার তথ্যঃ
১) একজন মানুষের জন্মকালে ও পূর্ণবয়স্ক কালে চোখের আকার একই থাকে। চোখ কখনো বৃদ্ধি পায়না। অন্যদিকে আপনার কান ও নাক যতদিন বাচবেন ততদিন বৃদ্ধি পাবে।
২) আপনার বৃদ্ধাঙ্গুলির নখ সবচেয়ে ধীর গতিতে বৃদ্ধি পায় অন্যদিকে মধ্যমার নখ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়।
৩) বাচ্চারা বসন্তকালে দ্রুত বৃদ্ধি পায়।
৪) মেয়েরা ছেলেদের চাইতে দ্বিগুন বেশী চোখের পাতা ফেলে।
৫) মানুষ ই একমাত্র প্রানী যারা দুঃখ পেলে অশ্রু ঝরে।
৬) আপনি সারাজীবনে যত টুকু থুতু ফেলেন তা দিয়ে দুটো সুইমিং পুল ভরা সম্ভব।
৭) প্রতিদিন আপনি যেই পরিমাণ ঘামেন তা দিয়ে ৬টি সোডার ক্যান ভরা সম্ভব।
৮) প্রতি মাসে আপনার ত্বকের উপরিভাগে আপনি একটা ব্রান্ড নিউ খোলস পান।
৯) খামে আঠা লাগাবার জন্য প্রতিবার চাটলে আপনার ০.১ ক্যালরি খরচ হয়।
১০) যদি আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন ধরেহাই তুলেন তাহলে যতটুকু শব্দশক্তি উৎপন্ন করবেন তা তাপশক্তিতে রুপান্তর করলে আপনি এক কাপ কফি বানাতে পারবেন।
শারমিন সুলতানা
ঢাকা মেডিক্যাল কলেজ হাঁসপাতাল
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment