Home » ডাক্তারের পরামর্শ » রোদে পোড়া ভাব দূর করতে
Sunday, September 8, 2013
রোদে পোড়া ভাব দূর করতে
•► পাকা কলা, লেবুর রস ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
•► চন্দনবাটা, নিমপাতার বাটা ও কাঁচা হলুদবাটা দিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখতে হবে।
•► কাঁচা দুধে লেবুর রস মিশিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর সারা ত্বকে ম্যাসাজ করে ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
•► টকদই, চালের গুঁড়া, আর দুধ মিশিয়ে প্যাক তৈরি করে লাগালে স্ক্রাবের কাজও হয়। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।
•► ভিটামিন-ই ক্যাপসুল আর কাস্টার অয়েল একসঙ্গে মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগালে কাজ দেয়।
•► ত্বক তৈলাক্ত হলে ডাবের পানি, তরমুজের রস ও লেবুর রস মিশিয়ে লাগালে কাজ দেয়।
শারমিন সুলতানা
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
লাইক দিতে হবে না। পোস্টটি ভাল লাগলে কমেন্টে ১টা thnx দিয়েন।
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment