::: নিয়মিত সহবাসে হৃদরোগের সম্ভাবনা কমে :::যৌন মিলনের ফলে পুরুষদের হৃদরোগের সম্ভাবনা কমে৷ সম্প্রতি একটি গবেষণাতে এই বিষয়টি প্রমানিত হয়েছে৷ যে সব পুরুষরা নিয়মিত ভাবে সহবাস করেনতাদের হৃদরোগ হওয়ার মাত্রা অর্ধেক শতাংশ কমে যায়৷
ম্যাসাচুটেসের নিউ ইংল্যান্ড ইনস্টিটিউটের বৈজ্ঞানিকরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন৷
তারা ৪০ থেকে ৭০ বছরের পুরুষদের নিয়ে দীর্ঘ ১৬ বছর ধরে এই গবেষণা চালিয়েছেন৷
বৈজ্ঞানিকরা তাদের গবেষণাতে যে টা পেয়েছেন তা হল যে সব পুরুষরা নিয়মিত সহবাস করেছেন তারা অন্য পুরুষদের তুলনায় তারা বেশী সুস্থ ছিলেন৷
বৈজ্ঞানিকদের মতে সপ্তাহে দুই বা তিন বার সহবাস করলে পুরুষদের হৃদরোগের সম্ভাবনা ৪৫% কমে যায়৷ অপরদিকে যারা সপ্তাহে এক বার বা এর চেয়ে কম পরিমাণে সহবাস করেন তাদের হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়৷
বিঃদ্রঃ সহবাস আর হস্তমৈথুন এক নয়। তাই অবিবাহিত যদি কেও ভেবে থাকেন যে, সহবাস না করে হস্তমৈথুন করে হৃদরোগের সম্ভাবনা কমাবেন, তাহলে সেটা নিতান্তই বোকামি।সকল যৌন সমস্যার সমাধান পেতে প্রথম কমেন্ট দেখুন

0 comments:
Post a Comment