Tuesday, September 3, 2013

গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না যেন।


মাছের কাঁটা
গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না যেন।
অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমেযাবে।
খুব চুল পড়ার সমস্যা হচ্ছে?
তাহলে গোসলের এক থেকে দেড় ঘন্টা আগে পেয়াজ বেটে তার রস মাথার তালুতে লাগিয়ে নিন ভালো করে।
পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।কিছুদিন ব্যাবহারেই উপকারপাবেন।
মিনি পোস্টগুলো অবহেলা করবেন না।
লাইক দিয়ে একটিভ থাকুন।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger