Sunday, September 8, 2013

প্রশ্ন - উত্তর ৪ - হস্তমৈথুন

প্রশ্নঃ হস্তমৈথুন অভ্যাসটা ক্রনিক হয়ে গেছে। আমি সমাজে মেলামেশা করতে আর আগ্রহ পাই না। এখন ঠিক করেছি বীর্যপাত বন্ধ করব আঙ্গুল দিয়ে লিঙ্গ চেপে ধরে- ভেতরেই বীর্যপাত হবে। এটা কি ক্ষতিকর কিছু?

উত্তরঃ লিঙ্গের ভেতরে বীর্যপাত আটকানো ক্ষতিকর। হস্তমৈথুনের জন্য সামাজিক মেলামেশায় অনীহা ব্যাপারটা বোধহয় ঠিক না। আপনার জন্য কোনো সমস্যা হতে পারে। মানসিক সমস্যাও হতে পারে।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ হস্তমৈথুন করার পর আমার অণ্ডকোষ ঝুলে পড়ে- কেন এমন হয়। মনে হয় সব বীর্য ওখান থেকে বেরিয়ে গেছে।

উত্তরঃ হস্তমৈথুনের সময় শরীর গরম হয়ে ওঠে। এই গরম শরীর থেকে অণ্ডকোষ দূরে সরে যায়, তাই অণ্ডকোষ দুটো ঝুলে পড়ে। অণ্ডকোষ বীর্য উৎপাদন করে ঠিক কিন্তু বীর্যপাতের সময় অণ্ডকোষ থেকে কোনো বীর্য আসে না।

---------------------------------------------------------------------------



প্রশ্নঃ হস্তমৈথুন করলে আমার সারা শরীরে অ্যালার্জি শুরু হয়। বীর্য বেরিয়ে এলে কি এরকম হয়?

উত্তরঃ এরকম সচরাচর শোনা যায় না। যৌনসঙ্গম করলে যা হয় হস্তমৈথুন করলে তাই হয়, তবে অ্যালার্জি হয় না। আপনার অ্যালার্জি রোগ থাকতে পারে।সকল যৌন সমস্যার সমাধান পেতে প্রথম কমেন্ট দেখুন।তাছাড়াও সেক্স টিপস পাবেন

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger