যৌন মিলন শরীর ভাল রাখে!
১. সপ্তাহে তিনদিন যদি সকালবেলা যৌন মিলন করা যায়, তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার
সম্ভাবনা অর্ধেক করে দেয়৷ আর যদি এটি ঠিকমত করা যায় তাহলে ব্লাড প্রেশারের মত মারাত্মকরোগ সারাতে সাহায্য করে৷
২. আবার সপ্তাহে দুইদিন যদি সকালবেলা যৌন মিলন করা যায়, তাহলে শরীরে অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে। সকালের যৌন মিলন আর্থ্রাইটিস ও মাইগ্রেনের মত রোগ সারিয়ে তোলে।
৩. ডায়াবেটিসের রোগী তাদের পক্ষে সকালের যৌন মিলন অত্যন্ত ফলপ্রদ। সকালের আধঘন্টার যৌন
মিলনে ৩০০ ক্যালোরির মত শক্তির খরচ হয় যেটা ডায়বেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. সকালবেলার যৌন মিলন শরীরের সঙ্গে মনও ভাল রাখে। সকালে যৌন মিলন মানসিক অবসাদ দূর করে।
৫. দেহের হাড়ের গঠনেও সকালের যৌন মিলন বিশেষ ভূমিকা পালন করে বলে জানা গেছে।
৬. সকালের এই মানসিক তৃপ্তিটার কারণে চুল ও চামড়ায় উজ্জ্বলতা আনে কারণ এইসময় ওসট্রোজেন
ও অন্যান্য হর্মোনের ক্ষরণের কারণে। সতর্কতা: প্রতিদিন যদি যৌন মিলন করা হয় তাহলে শরীরের কার্যক্ষমতা হ্রাস পায
Home » যৌন সমস্যা ও সমাধান » যৌন মিলন শরীর ভাল রাখে!
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment