Thursday, September 26, 2013

ব্যস্ত মেয়েদের মর্নিং মেক-আপ রুটিন



আজকাল মেয়েদের ব্যস্ততার অন্ত নেই। সকাল থেকে উঠেই ক্লাস কিংবা অফিস করতে করতে এক পলকেই যেন দিনটি শেষ হয়ে যায়। এতো কিছুর মধ্যে নিজের লুকস্‌টাকে ঠিক রাখার সময় অনেকেরই হয়ে ওঠেনা। তাই সকালে উঠেই প্রতিদিন সেরে নিন আপনার মর্নিং মেক-আপ রুটিন।চোখ


• প্রথমেই নজর দিন চোখে। ব্লটিং অন প্রাইমার লাগান। এতে চোখের আইকালার বেশিক্ষণ থাকবে।

• চেস্ট নাট বা ন্যাচারাল ব্রাউন কালার আইশ্যাডো বাছুন। এই কালারটি মোটামুটি সব রঙের ত্বকের সঙ্গেই মানানসই।
• চোখের পাতার মাঝের অংশে একশেড লাগান। চোখের পাতার ওপরের অংশে আইশ্যাডো গাঢ় করে লাগান।
• চারকোল বা ব্রাউন রঙের কাজল পরুন।
• ট্রান্সপারেন্ট মাসকারা ট্রাই করতে পারেন।
ঠোট

• ন্যাচারাল কালার লিপস্টিক ব্যবহার করুন। হাতের নখও ভাল করে কেটে একই রঙের নেইলপলিশ লাগান।
• পিচ রঙের গাস লাগান। আল্ট্রা-শিমার বেস্‌ড গাস লাগাতে পারেন।
গাল

• সকালে বের হলে ফাউন্ডেশন লাগাবেন না। হালকা কম্প্যাক্ট লাগান।
• চিকবোনে হালকা ব্রাশ লাগাতে পারেন। তবে গাল থেকে কান পর্যন্ত পুরো অংশে ব্রাশ লাগানোর দরকার নেই। দিনের বেলায় ব্রাশ অন না ব্যবহার করাই ভালো।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger