Thursday, September 26, 2013

লিপস্টিক দীর্ঘক্ষণ ধরে রাখার কৌশল



ঠোঁট রাঙানো সব মেয়েরাই পছন্দ করেন। নিজের ঠোঁটকে আকর্ষণীয় করতে নানা রঙে রাঙিয়ে তোলেন। কিন্তু মাঝে মাঝে লিপস্টিকের সঠিক ব্যবহার না জানায় পরতে হয় বিড়ম্বনায়। লিপস্টিক নষ্ট হয়ে গিয়ে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। আবার ঠোঁটে বেশিক্ষণ লিপস্টিক থাকেনা বলে বার বার ব্যবহার করতে হয়, যা স্বাস্থ্যের পক্ষে খারাপ। যদি লিপস্টিক দীর্ঘক্ষণ ঠোঁটে ধরে রাখতে চান তবে অবলম্বন করতে পারেন নিচের কিছু ট্রিকস্‌।
• প্রথমে লিপস্টিক লাগান। তার ওপরে পাউডার দিন। এবার হালকা করে টিস্যু পেপার দিয়ে দুই ঠোটেঁর মাঝে চাপা দিন।
• লিপস্টিক এর ব্যবহার যথার্থ হতে হবে।
আপনার ত্বক, পোশাক, ব্যক্তিত্ব, দিনের সময়, চেহারা এই সবকিছু মাথায় রেখেই লিপস্টিক বেছে নিতে হবে।

• মনে রাখতে হবে, যে লিপস্টিকই লাগান না কেন সরাসরি কখনো ঠোটেঁর ওপর লাগাবেন না। লিপব্রাশ দিয়ে হালকা ভাবে লাগাবেন।
• লিপস্টিক লাগানোর আগে জিভ দিয়ে ঠোঁট সামান্য ভিজেয়ে নেবেন। লিপস্টিক ডানদিক থেকে বামদিকে লাগাবেন। ঠোটেঁর কোণের জন্য সামান্য ফাঁক রাখবেন।
• যাদের ঠোঁট মোটা তারা লিপস্টিক লাগানোর আগে লিপ পেন্সিল দিয়ে ঠোঁটের বাইরের অংশ কিছুটা ছোড়ে একে নিন।
• লিপ পেন্সিল লাইনারের বাইরের অংশ কভার স্টিক ফাউন্ডেশন ও পাউডার দিয়ে ত্বকের রঙের সাথে মিলিয়ে দিনভর রাখতে পারেন।
• এরপর লিপ লাইন দিয়ে আঁকা ঠোঁটের ভেতরের অংশ ভরে দিন পছন্দসই বা মানানসই লিপস্টিক দিয়ে।
• পাতলা ঠোঁট যাদের তারা ঠিক ঠোঁটের বর্ডার ধরে ভিতরটা রঙ করুন। যদি লিপস্টিক বর্ডার ছাপিয়ে বেরিয়েও যায় খুব একটা খারাপ লাগবে না। বরং ঠোঁটটা আরও ভরাট ও মোহনিয় দেখাবে।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger