জন্ডিসে ভেষজ চিকিৎসা মৃত্যু ডেকে আনে।
জন্ডিস হল লিভারের রোগ। জন্ডিস সাধারণত লিভারের প্রদাহের কারনে হয়ে থাকে।
প্রদাহের ফলে তখন লিভারের কার্যক্ষমতা ও হ্রাস পায়। জানেনই তো লিভার হল
দেহের বিষ শোধনাগার। আর এ সময় যদি লিভারের উপর অতিরিক্ত চাপ হিসেবে ভেষজ
ঔষধ গ্রহন করেন তাহলে তো কথাই নেই। লিভার তখন ফেইল করবে বা চিরতরে নষ্ট
হয়ে যাবে। গ্রামে প্রায়ই দেখা যায় রোগীরা জন্ডিস হওয়ার পর ভেষজ চিকিৎসা
নেয় ফলে রোগীর লিভার নষ্ট হয়ে যায়।
পরে রোগী হাসপাতালে আসে লিভার খারাপ নিয়ে, তাই রোগীকে বাঁচানো যায় না।
(অনেকে একে বলেন ওলমি থেকে কলমি হয়ে যাওয়া।)
জন্ডিসের একমাত্র
চিকিৎসা হল বিশ্রাম, তাই ডাক্তার ও জন্ডিস রোগীকে বেশি ঔষধ দেন না। তাই
জন্ডিস হলে ধৈর্য সহকারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন, নতুবা এরকম
জটিলতার সৃষ্টি হবে।
জানি আমরা সবার মণের মত পোস্ট দিতে পারি
না,কারন খুব একটা ভাল লেখক না।।কিন্তু যাদের ভাল লাগে তাদের উপস্থিতি দিয়ে
আমাদের অনুপ্রানিত করবেন আসা করছি।।
তথ্যটি সবার সাথে শেয়ার করে জনসচেতনা সৃষ্টিতে সাহায্য করুন।
Home » রোগে ও তার পরামর্শ » জন্ডিসে ভেষজ চিকিৎসা মৃত্যু ডেকে আনে।
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment