Saturday, September 7, 2013

মোটা হয়ে যাচ্ছেন?

মোটা হয়ে যাচ্ছেন?
যারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত,তাদের জন্য আবারো এই পোস্ট টা দেয়া হল।


১. এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও
একটু লবণ দিয়ে শরবত তৈরিকরে প্রতিদিন
সকালে খাবেন।
২.সকালে দুই বা তিন কোয়া কাঁচা রসুন
খেতে হবে। লেবুর শরবত পান করার পরই
এটি খেয়ে নিলে ভালো ফল পাওয়া যাবে।
এপদ্ধতিটি আপনার শরীরের ওজন কমানোর
প্রক্রিয়াটি দ্বিগুণ গতিতে করবে। একই
সঙ্গে আপনার শরীরের রক্ত সঞ্চালন
হবে মসৃণ গতিতে।
৩. সকালের নাশতায় অন্য খাবারের পরিমাণটা কমিয়ে সেখানে স্থান করে দিতে হবে ফলের।
প্রতিদিন সকালে এক বাটি ফল
খেলে পেটে চর্বি জমার হাত
থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে।
৪. পেটের চর্বি থেকে মুক্তি পেতে হলে পানির সঙ্গে করতে হবে বন্ধুত্ব।
কেননা পানি আপনার শরীরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীর থেকে ক্ষতিকর সব কিছু বের করে দিতে সাহায্য করে।


৫. সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে।
৬. দারুচিনি, আদা, কাঁচা মরিচ
দিয়ে রান্না করুন আপনার খাবার।
এগুলো শরীরের রক্তে শর্করার
মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে।
৭. চিনিজাতীয় খাবার শরীরের বিভিন্ন
অংশে চর্বি তৈরিতে ভূমিকা রাখে, বিশেষ করে পেট ও ঊরুতে।
পেটের চর্বি থেকে
রেহাই পেতে হলে চিনি এবং চিনি জাতীয় খাবারের সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই!
লাইক ও শেয়ার করে এক্টিভ থাকুন।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger