Saturday, September 7, 2013

যৌন-মিলনের সময় বীর্যপাত কেন হয় ?


যৌন-মিলনের সময় বীর্যপাত কেন হয় ?

বীর্য থাকে লিঙ্গ থেকে অনেক দূরে দু'টি পৃথক আধারে। আমরা সবাই জানি যে, সুস্বাদু খাবার দেখলে আমাদের জিভ দিয়ে পানি গড়িয়ে পড়ে । কিন্তু কেন ? সবাই ধরে নেয়, আমাদের জিভের মধ্যে অনেকগুলো সূক্ষ্ম স্পর্শকাতর স্নায়ুতন্ত মিলিত হয়েছে। সুস্বাদু খাবার দেখলে সবার মধ্যে এক ধরনের আবেগের সঞ্চার হয়। এই আবেগে কোমল স্নায়ুগুলোর ওপর চাপ পড়ে উত্তেজনা সৃষ্টি করলে একধরনের লালা রস জিভ থেকেক্ষরন হয়, তাই ওভাবে জিভ দিয়ে পানি গড়িয়ে পড়ে। লালা জাগার সময় যে আবেগ সঞ্চার হয়, জিভের পানির আকারে তা না পড়ে গেলে স্নায়ুতন্ত গুলোর জ্বালা কমে না, তাই লালসার তাড়নায় আমরাও কষ্ট পাই।
অর্থাত্‍ জিভের পানি হলো জিভের স্নায়ুর উত্তেজনার নিবৃত্তি।
ঠিক তেমনি বীর্যপাতের ফলে জনন তন্তের উত্তেজিত স্নায়ুতক্তের নিবৃত্তি। যতক্ষন না বীর্যপাত হচ্ছে ততক্ষন কামোত্তেজনার নিবৃত্তি নেই ।সকল যৌন সমস্যার সমাধান পেতে প্রথম কমেন্ট দেখুন ৷

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger