Tuesday, September 3, 2013

বিল গেটস ধনী এটা সবাই জানে। কতটা ধনী ?

♦অনুগ্রহ করে পড়ুন সবাই।

বিল গেটস ধনী এটা সবাই জানে। কতটা ধনী এটা জানতে নিচের তথ্য গুলো দেখুন। অবাক হয়ে যাবেন নিশ্চিত।
☆--→প্রতি সেকেন্ডে তিনি নাকি ২৫০ ইউ এস ডলার আয় করেন, মানে এক দিনে ২০ মিলিয়ন আর এক বছরে ৮
বিলিয়ন
☆--→তিনি পৃথিবীর প্রত্যেক মানুষকে যদি ১৫ টাকা করে দান করেন তবুও তার পকেটে ৫ মিলিয়ন ইউ এস ডলার পড়ে থাকবে !!
☆--→আমেরিকা ৫.৬২ ট্রিলিয়ন ডলার ঋণী অন্য কিছু দেশের কাছে অনেকদিন ...থেকে। বিল গেট্স এর কাছে যদি এই ঋণ শোধ করার দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনিতা ১০ বছরের আগে শোধ করে দিতে পারবেন ।

☆--→ বিল গেটসযদি একটি দেশ হতেন তাহলে তিনি পৃথিবীর ৩৭ তম ধনী দেশ হিসেবে স্বীকৃতি পেতেন
☆--→তার হাত থেকে যদি ১ হাজার টাকা পড়ে যায় তবে তার সেই টাকা তুলার কোনদরকারই পরবে না কারন যে ৪
সেকেন্ডে তিনি টাকা তুলবেন সেই সময়ের ভেতর অলরেডি তার থেকেঅনেক বেশি আয়ই হচ্ছে অন্যদিকে।


 

☆--→তিনি তার ইউনিভার্সিটির এক টিচারকে তার নিজের কথা উল্লেখ করে বলেছিলেন তার যখন ৩০ বছর হবে তখন
তিনি মিলিয়নার হবেন কিন্তু তিনি বিলিওনার হন ৩১ এর আগে ।
☆--→যদি বিল গেট্স এর সব টাকাকে এক ডলারের নোট করা হয়, তাহলে সেই টাকা দিয়ে চাঁদ থেকে পৃথিবী পর্যন্ত ১৪ টা রাস্তা বানানো যাবে । কিন্তু সেই রাস্তা নন- স্টপ ১,৪০০ বছর ধরে বানাতে হবে!!!!
☆--→তিনি যদি ৭৭ বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে তাকে ৬.৭৮ মিলিয়ন ডলার প্রতিদিন খরচ করতে হবে স্বর্গে যাবারআগে শেষ করতে চাইলে ।
■নেট থেকে নেয়া হয়েছে তথ্যগুলো ~
♥আপনাদের জন্য অনেক কষ্ট করে তথ্য গুলো সংগ্রহ করেছি।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger