Wednesday, September 25, 2013

ত্বকের যত্নে হলুদ

ত্বকের যত্নে হলুদ
হলুদকে যারা শুধুমাত্র রান্নার মশলা হিসেবে ভাবতে ইচ্ছুক, তারা ১০০ তে বড়জোর ১০ পাবেন। কারণ এই যে রূপের গুণমুগ্ধ ভক্ত আপনি, অথচ আপনিই জানেন না ত্বকের জন্য হলুদ কতটা উপকারী। তবে এবার দেখে নেওয়া যাক ত্বকে হলুদের প্রভাব।
ত্বকের দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে :
খুঁতহীন ত্বকের বাসনা আমাদের সবসময় তাড়িয়ে বেড়ায়। যদিও সচরাচর তা অপূর্ণই থেকে যায়। কিন্তু সেই বাসনাকে বাস্তবে রূপ দিতে এক টেবিল চামচ লেবুর রসের সাথে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও এক চা-চামচ দই ভালো
করে মিশিয়ে নিন। চোখের অংশ বাদ দিয়ে পুরো মুখে ও গলায় লাগিয়ে নিন। ১০ মিনিটের মতো রেখে মুখ ধুয়ে ফেলুন।
ব্রণ সারাতে :
ব্রণ সারাতে কাঁচা হলুদ বাটা, এক চা-চামচ চন্দনগুঁড়া অথবা বাটা এবং সামান্য পানি একসাথে মিশিয়ে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিন। মুখ মোছার সময় বেশি ঘষবে না। এতে করে ব্রণ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
ক্ষতের দাগের জন্য :
এক চা-চামচ হলুদগুঁড়া অথবা কাঁচা হলুদ বাটার সাথে অ্যালোভেরার রস মিশিয়ে ক্ষতের দাগের ওপর লাগাতে পারেন।
ত্বকের মসৃণতা বৃদ্ধিতে :
এক চা-চামচ হলুদ গুঁড়া অথবা হলুদ বাটার সাথে এক চা-চামচ বেসন ও পরিমাণমতো পানি মিশিয়ে নিয়ে গোসলের আগে পুরো শরীরে ম্যাসাজ করতে পারেন।


তবে এমন হলুদ চিকিৎসায় একদিনেই ফল পাবেন না। ধৈর্য্য ধরে নিয়মিত ব্যবহারের পরই দীর্ঘস্থায়ী উপকার পেতে পারেন। তা দেরি না করে শুরু করুন আজই।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger