Sunday, September 8, 2013

প্রশ্ন - উত্তর-৫ হস্তমৈথুন

প্রশ্নঃ হস্তমৈথুনের পর আমার অণ্ডকোষ ব্যথা করে, লিঙ্গ ফুলে ওঠে। তলপেট ব্যথা করে, পিঠের নিচের দিকে ব্যথা করে। এটা কি হস্তমৈথুনের ফল? আমি অন্য কারো সাথে যৌনসঙ্গম করিনি। অনেক আগে পিঠে ব্যথা পেয়েছিলাম।

উত্তরঃ পিঠের নিচের দিকের ব্যথা হয়তো শরীরের ভঙ্গির জন্য হতে পারে। হস্তমৈথুন বদভ্যাস। এটা ছেড়ে দিন।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ কী করে হস্তমৈথুন ছাড়তে পারি। নিজে নিজে হস্তমৈথুন করলে কি কোনো অসুখ হতে পারে? এসটিডি হতে পারে? Amoxycillin কি এসটিডি সারাতে পারে?

উত্তরঃ এমন কোনো নিয়ম নেই যে হস্তমৈথুন করতেই হবে। হস্তমৈথুনে সমস্যা হয়। তাই ধীরে ধীরে কমিয়ে এনে পরে ছেড়ে দেয়া যেতে পারে। তবে খুব কম লোকই সেটা পারে। গনোরিয়া রোগের ক্ষেত্রে অ্যাম্পিসিলিন ব্যবহার হয় কিন্তু অ্যামোক্সিসিলিন ব্যবহার করা হয় না। অন্য কোনো এসটিডি অ্যামোক্সিসিলিনে সারে না।

---------------------------------------------------------------------------



প্রশ্নঃ আমি প্রতিদিনই হস্তমৈথুন করি। তবে আমার পদ্ধতিটা একটু আলাদা। আমার নরম লিঙ্গকে দুই উরুর মধ্যে চেপে ধরে ঝাঁকুনি দিতে থাকি। অনুভূতিটা অদ্ভুত। কিন্তু ভয় হচ্ছে নারী সঙ্গম বোধহয় মজা লাগবে না এবং আমি বোধহয় সন্তানের পিতা হতে পারব না।

উত্তরঃ যেভাবে করছেন তাতে লিঙ্গে রক্ত সঞ্চালনে বাধা পাচ্ছে এবং লিঙ্গ শক্ত হতে পারছে না। এতে ভবিষ্যতে লিঙ্গ শক্ত হতে বেগ পেতে পারে।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ লিঙ্গ মুণ্ডের ঠোঁটের মতো দুটো অংশ হস্তমৈথুনের পর ফুলে যায়। এভাবে ১-২ ঘণ্টা থাকে। পরে স্বাভাবিক হয়। এটা কি স্বাভাবিক?

উত্তরঃ এটা নিয়ে চিন্তা করবেন না, এটা স্বাভাবিক।

---------------------------------------------------------------------------

প্রশ্নঃ ঘর্ষণজনিত জ্বালাপোড়ার চিকিৎসা কি?

উত্তরঃ অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করে দেখতে পারেন।সকল যৌন সমস্যার সমাধান পেতে প্রথম কমেন্ট দেখুন।তাছাড়াও সেক্স টিপস পাবেন

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger