Sunday, September 8, 2013

নারীর জন্য টিপস

নারীর জন্য টিপস:

একজন ব্যাক্তির প্রতি মনোনিবেশ করুন।

- আপনার সঙ্গীকে একজন
ব্যাক্তি হিসেবে বিবেচনা করুন, কল্পনার
আকৃতিতে নয়। যখন আপনি অনুভুতি প্রবনকোন
সম্পর্ক তৈরি করতে চাইছেন তখন এ
বিষয়টি অনেক জরুরী।

তবে এটা সত্যযে প্রেমে পড়লে আমরা আমাদ
স্বপ্নপুরুষকে কোন
সুপারহিরো হিসেবে ভাবি।

আমরা হয়তো মনকে নিয়ন্ত্রন
করতে পারিনা -

তবে আমরা প্রেমিকপুরুষটিকে বিষ্ময়কর
কেউ একজন ভাবতে পারি। তার জন্য -

* পিছন দিক থেকে আপনার স্বামীর
শরীরের দিকে তাকান এবং তার সুঠাম
দেহকে ফ্যান্টাসাইজ করতে পারেন।



* আপনার স্বামীর উম্মুক্ত শরীর পিছন
দিকে থেকে জড়িয়ে ধরুন। এবার চোখ বন্ধ
করে তার শরীরের ঘ্রাণ অনুভব করুন। একটু
ভাব আনার জন্য তার চোখ আপনার
ওড়না দিয়ে বেধেঁ নিতে পারেন।
এতে আপনার সঙ্গীও কিছুটা ফান্টাসাইজড
হবে

[ বিঃ দ্র : ফেসবুকের নিয়ম অনুসারে পেইজ এর পোস্ট এ নিয়মিত লাইক, কমেন্ট না করলে ধীরে ধীরে পোস্ট আর দেখতে পাবেন না।। তাই পোস্ট ভাল লাগলে লাইক দিয়ে পেজে একটিভ থাকুন ]

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger