Tuesday, September 24, 2013

রুপচর্চা (দুটি জরুরী সমস্যার সমাধান)


১) চোখের নিচে কালো দাগ
সমাধান: খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দু---র হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাঁটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না !!!
আর হ্যাঁ দাগ মুক্ত হয়ে যাবার পর আপনার জন্য রাত্রি জাগরন নিষিদ্ধ!!!


২) খুশকি
সমাধান: সমপরিমান লেবুর রস আর খাঁটি নারকেল তেল একসাথে গরম করতে হবে। চুলের গোড়ায় গোড়ায় খুব সুক্ষভাবে ঘষে নিন। এর আগে থেকেই গরম পানি চুলায় দিয়ে রাখূন। চুলের গোড়ায় দ্রবণটি মাখা হয়ে গেলে দশ মিনিট পর গরম পানিতে একটি পরিস্কার তোয়ালে ডুবিয়ে চুপসে কিছূ পানি ফেলে দিয়ে এমনভাবে তোয়ালে দিয়ে মাথা চেপে রাখূন যেন তাপ টুকু চুলে লাগে। এভাবে দুই তিন বার তোয়ালে দিয়ে তাপ/ভাপ নিতে হবে। পর পর তিনদিন এই থেরাপী নিলে পরবতী সাত বছরের জন্য আপনার মাথা খুসকী মুক্ত হবে ইনশাল্লাহ। তার প্রমান আমি নিজে।

খুসকি মুক্ত চুলের জন্য পরিস্কার পরিচ্ছন্নতা আবশ্যক। বালিশের কাভার সপ্তাহে একবার পরিস্কার করা বাধ্যতামুলক। দিনে দুই বার পরিস্কার চিরুনী দিয়ে চুল আঁচড়াতে হবে।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger