আমার অনেকেই সামান্য মাথা ব্যথা হলেই ব্যথার ট্যাবলেট খাই...!!! এটা ঠিক নয়...!! এতে আমাদের লিভারের সমস্যা হতে পারে...আমাদের ব্রেন এর সমস্যা হতে পারে...!! আর সাড়াটা সরিল তো রয়েই গেলো...!!! তাই প্রাকৃতিক ভাবে আমার অনেকেই সামান্য মাথা ব্যথা হলেই ব্যথার ট্যাবলেট খাই...!!! এটা ঠিক নয়...!! এতে আমাদের লিভারের সমস্যা হতে পারে...আমাদের ব্রেন এর সমস্যা হতে পারে...!! আর সাড়াটা সরিল তো রয়েই গেলো...!!! তাই প্রাকৃতিক ভাবে আপনার মাথা ব্যথা ভাল করুন...!!!মাথা ব্যথা নিরাময়ের শরবত !
প্রণালী:
৩ টি নিম পাতা,
১ গ্লাস বিশুদ্ধ পানি,
অর্ধেকটা লেবু,
অর্ধেকটা শশা।
বেলেন্ডারে ব্লেন্ড করুন, দিনে ২-৩ বার খাবেন, যতক্ষণ না পর্যন্ত ব্যথা না সারে।
নানা কারণে ব্যথা হতে পারে। তীব্রতা বুঝে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
শারমিন সুলতানা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

0 comments:
Post a Comment