Saturday, September 28, 2013

ত্বকের বলিরেখা দূর করার রেগুলার প্যাক

rupcare_skin wrinkles1

বয়স বাড়ার আগেই বিভিন্ন কারণে যাদের মুখে বা ত্বকে বলিরেখা পরেছে বা ত্বকের উজ্জ্বলতা দিন দিন কমে যাচ্ছে বলে মনে হচ্ছে তারা আর দেরি না করে আজই ব্যবস্থা গ্রহন করুন। চিন্তা নেই এর জন্য নামী-দামী কোন কসমেটিকস্‌ ব্যবহার করতে হবে না। কয়েকটি প্রাকৃতিক উপাদানে সহজেই তৈরী করে রেগুলার ব্যবহারে ত্বককে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।

প্রথমে নিচের উপাদানগুলো জোগার করুন:rupcare_skin wrinkles3
• ৪টি বড় এলাচ
• ৫/৬ টুকরা ছোট আকারের দারুচিনি
• ১০/১২টি কিসমিস
• ১০টি চিনা বাদাম
*উপরোক্ত উপাদানগুলো একসাথে আধাকাপ পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন।
*তারপর সেগুলো মিহি করে বেটে একটি কৌটায় ভরে ভাল করে মুখ এটে ফ্রিজে রেখে দিন। প্রথম ব্যবহারের আগে ১২ ঘন্টা অপেক্ষা করতে হবে।
rupcare_skin wrinkles4*এরপর প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পরিমান মতো মিশ্রণ বের করে নিন। (ফ্রিজে এই মিশ্রণটি সাতদিন পর্যন্ত ভাল থাকবে)
*তারপর এর মধ্যে সমপরিমান টকদই, মধু ও গুড়া চিনি মিশিয়ে প্যাকের মতো মুখে, গলায় ও ঘাড়ে লাগান।
*২০ মিনিট এই অবস্থায় থাকুন।
*তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে তিনদিন হিসাবে ব্যবহার করলে চার সপ্তাহ পরই উপকার পেতে শুরু করবেন। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখা দূর হয়ে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger