Sunday, September 8, 2013

ডিপ্রেশন এবং যৌনতা

::: ডিপ্রেশন এবং যৌনতা :::::: ডিপ্রেশন এবং যৌনতা :::
 


অনেক পুরুষ এবং নারী ডিপ্রেশনজনিত কারণে যৌন জীবনে অসম্পূর্ণ থেকে যান। কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন মৃদু মাত্রার এবং কারো কারো গুরুমাত্রার ডিপ্রেশন দেখা দিতে পারে। ডিপ্রেশন একটি মনোদৈহিক সমস্যা। এটি প্রমাণিত যে ডিপ্রেশনের ফলে পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা দেয়। ডিপ্রেশনর কয়েকটি উপসর্গ হলো এ রকম-
অনেক পুরুষ এবং নারী ডিপ্রেশনজনিত কারণে যৌন জীবনে অসম্পূর্ণ থেকে যান। কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন মৃদু মাত্রার এবং কারো কারো গুরুমাত্রার ডিপ্রেশন দেখা দিতে পারে। ডিপ্রেশন একটি মনোদৈহিক সমস্যা। এটি প্রমাণিত যে ডিপ্রেশনের ফলে পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা দেয়। ডিপ্রেশনর কয়েকটি উপসর্গ হলো এ রকম-
আশাহত অনুভূতি।
কোনো কিছুতে মনোযোগের অভাব।
নিজের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাওয়া।
আত্মহত্যার চিন্তা।
দীর্ঘস্থায়ী বিষাদ।


সাইকো মোটর সমস্যা।
অনিদ্রা।
এবং নানাবিধ শারীরিক সমস্যা।
এবং নানাবিধ শারীরিক সমস্যা।
ডিপ্রেশন জনিত কারণে যৌনতায় নানা সমস্যার সৃষ্টি হয়। ডাক্তারদের ধারণা যদি সমস্যাকে সানাক্ত করা যায় তবে চিকিৎসা করা সম্ভব। যৌনতা সংক্রান্ত ডিপ্রেশন ভিত্তিক সমস্যাগুলো হলো।
ডিপ্রেশন জনিত কারণে যৌনতায় নানা সমস্যার সৃষ্টি হয়। ডাক্তারদের ধারণা যদি সমস্যাকে সানাক্ত করা যায় তবে চিকিৎসা করা সম্ভব। যৌনতা সংক্রান্ত ডিপ্রেশন ভিত্তিক সমস্যাগুলো হলো।
অকাল বীর্যপাত।
যৌন ইচ্ছার কমতি।
যৌন তৃপ্তির অভাব।
লিঙ্গের উত্থানজনিত সমস্যা।
ঘন ঘন হস্তমৈথুন।
দুশ্চিন্তার ফলে যৌনতার সমস্যা।
দুশ্চিন্তার ফলে যৌনতার সমস্যা।
চিকিৎসা-
প্রথমত ডিপ্রেশনের চিকিৎসা আগে করা উচিত। ডাক্তারকে জানাতে হবে রোগীর উপসর্গগুলো কি কি? এব্যাপারে কয়েকটি পরামর্শ লক্ষ করুন-
প্রথমত ডিপ্রেশনের চিকিৎসা আগে করা উচিত। ডাক্তারকে জানাতে হবে রোগীর উপসর্গগুলো কি কি? এব্যাপারে কয়েকটি পরামর্শ লক্ষ করুন-
- হিপনোটিকস অথবা এ্যাংজিওলিটিকস সেবন করা থেকে বিরত থাকতে হবে।
- এন্টিডিপ্রেসেন্টস ওষুধ গ্রহনের পূর্বের ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- একই গ্রুপের একাধিক ওষুধ সেবন করা ঠিক হবে না।
- একাধারে ৬ মাস ডাক্তরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত হবে।সকল যৌন সমস্যার সমাধান পেতে প্রথম কমেন্ট দেখুন।তাছাড়াও সেক্স টিপস পাবেন।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger