আজকে আমি আপনাদের আরেকটি যৌনরোগ সম্বন্ধে জানাব ।
এই রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষে প্রকাশিত হয় না । তাই এই রোগ খুব
দ্রুত এবং অজান্তেই ছড়িয়ে পড়ে । এবং এই রোগটি বর্তমানে সবচে দ্রুত ছড়িয়ে
পড়া যৌনরোগগুলোর মধ্যে একটি । আসুন জেনে নেওয়া
যাক>>>>>>>>
রোগের নামঃ
ক্ল্যামাইডিয়া ইনফেকশন
রোগের জীবাণুঃ
Chlamydia trachomatis নামক ব্যাকটেরিয়া
রোগের শিকারঃ
নারী-পুরুষ উভয়েই । কিন্তু নারীতে ৭৫% ক্ষেত্রে এবং পুরুষে ৫০% ক্ষেত্রে লক্ষন প্রকাশিত হয় না ।
রোগের কারনঃ
১. আক্রান্ত ব্যাক্তির সাথে মিলন
২. ওরাল সেক্স
৩. মলদ্বারে সঙ্গম( অ্যানাল সেক্স)
৪. বেশি সেক্স পার্টনার
৫. যৌনকর্মীদের কাছে যাওয়া ।
নারীতে প্রকাশিত লক্ষনঃ
১. যোনি থেকে দুর্গন্ধযুক্ত তরল নিঃসরণ
২. দুই মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তক্ষরণ
৩. মাসিকের সময় প্রচণ্ড ব্যাথা
৪. জ্বরের সাথে পেটে ব্যাথা
৫. যৌনমিলনের সময় ব্যাথা
৬. যোনির চারপাশে এবং ভিতরে চুলকানি এবং জ্বালা পোড়া
৭. প্রস্রাবের সময় ব্যাথা
পুরুষে প্রকাশিত লক্ষনঃ
১. উত্তেজনা ছাড়াই পেনিস হতে সাদা বা বর্ণহীন সামান্য তরল নিঃসরণ
২. প্রস্রাবের সময় ব্যাথা
৩. পেনিসের অগ্রভাগের চারপাশে জ্বালাপোড়া এবং চুলকানি
৪. অণ্ডকোষের চারপাশে ব্যাথা এবং ফুলে যাওয়া ।
রোগের ট্রিটমেন্ট না করালে যে সমস্যা হয়ঃ
নারীতেঃ
১. pelvic inflammatory disease
২. বন্ধ্যা হয়ে যাওয়া
৩. ectopic pregnancy(জরায়ুর বাইরে বাচ্চা নিষিক্ত হওয়া) খুব বড় সমস্যা । রোগীর জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে ।
৪. বাচ্চার জন্ম সময়ের আগেই হওয়া । প্রিম্যাচিউর বেবির জন্ম হয় ।
৫. বাচ্চা জন্মের সময় নিউমোনিয়া, চক্ষু ইনফেকশন এমনকি অন্ধত্ব নিয়ে জন্ম নিতে পারে ।
পুরুষেঃ
১. nongonococcal urethritis (NGU)
২. epididymitis
প্রতিরোধঃ
১. অনিরাপদ যৌনমিলনের সময় কনডম ব্যবহার
২. একাধিক সেক্স পার্টনার না রাখা
৩. বেশিরভাগ সময়েই এই রোগটির লক্ষন প্রকাশ পায় না । তাই টেস্ট করিয়ে নিশ্চিত হন আপনার এ রোগ আছে কি না ।
৪. যৌনকর্মীদের কাছে যাবেন না
বিঃদ্রঃ
লাইক দিয়ে একটিভ থাকুন পেজ এ । নইলে আমরা হারিয়ে যাব আপনার ওয়াল পেজ থেকে।
যেমন হারিয়ে গেছি প্রায় ৫০০০ মানুষের ওয়াল থেকে । হারিয়ে যাবেন না । সাথেই
থাকুন ।
Home » যৌন সমস্যা ও সমাধান » যৌনরোগ সম্বন্ধে জানাব
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment