Sunday, September 29, 2013

এসিডিটি কে গুডবাই !!!

1. পেটে গ্যাস হলে কয়েকটা লবঙ্গদানা,
আদা কুচি বা পুদিনা পাতা ওষুধের
মতো কাজে দেবে।

2. জিরা গরম তাওয়ায় সেঁকে হালকাভাবে ছেঁচে নিত প্রতিবার খাবার আগে এক গ্লাস পানিতে এটি এক
চা চামচ মিশিয়ে খেলে দ্রুত গ্যাসের উপশম হয়।

3. গ্যাসের ফলে বুক জ্বালাপোড়া করলে গুড় খাবেন। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের এটি এড়িয়ে যেতে হবে।

4. দাওয়াতে আমরা বোরহানি খে এর টকদই হজমে সাহায্য করে এবং গ্যাস দূর করে।

5. পেটের যে কোনো সমস্যা উপশমে প্রতি ৫-৬টি বাসক পাতা চিবিয়ে খেতে পারেন। অথবা বাসক পাতা বেটে,
রোদে শুকিয়ে গুড়া করে নিয়মি পানি বা সঙ্গে মিশিয়ে খেলে গ্যাসের
সমস্যা স্থায়ীভাবে দূর হবে।



6. প্রতিবার খাওয়ার পর
বাটার মিল্কের সঙ্গে সামান্য গোল মরিচ
মিশিয়ে খেলে খেলে এসিডিটি দূর হয়

আপনাদের উপকার আমাদের সর্ব্বোচ্চ কাম্য । তাই লাইক দিয়ে শেয়ার করে আমাদের আপনাদের উপকার করতে অনুপ্রাণিত করুন ।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger