Sunday, September 8, 2013

যারা পায়ু পথে সেক্স করেন,যৌনাঙ্গতে মুখ লাগান? তাদের কে বলছি।

আমার কাছে সবচেয়ে অবাক লাগার মধ্যে দুইটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছি।
১) যে সব ছেলে মেয়েরা একে অপরের যৌনাঙ্গ চুষেন তাদের কে বলছি?
>>এটা নির্কৃষ্ট বিকৃর্তি পুশু ভিক্তিক যৌন আচারন।
পুশুদের হাত নেই বলে পুরুষ পুশু তার নারী পুশুর যৌনাঙ্গতে
মুখ লাগিয়ে উত্তেজিত করে।

কিন্তু মানুষদের হাত আছে, যৌনাঙ্গতে মূখ লাগি
উত্তেজিত করার প্রয়োজন নেই?
এ ক্ষেত্রে হাত যথেষ্ট।

তাছাড়া যৌনাঙ্গতে মুখ লাগালে যৌনাঙ্গতে লেগে থাকা জীবানু
খুব সহজেই আপনার দেহের ভিতরে প্রবেশ করে।

ইসলামের কঠোর নিষেধ আছে যৌনাঙ্গতে মুখ না লাগানোর,
কারণ এই জায়গাটি অপবিত্র, নাপাক।
নাপাক জায়গাতে মুখ লাগালে আপনার
মুখেও অপবিত্র, নাপাক হয়ে যাবে।

আপনার মূখ যাতে নাপাক না হয়?
সে জন্য মহান আল্লাহ বিকল্প ভাবে
মায়ের গর্ভে খাবারের ব্যবস্তা করে
আপনাকে লালন করেছেন।

যাতে পবিত্র মুখে আপনি আল্লাহর
নাম জপতে পারেন, তার কালাম পড়তে পারেন।

২) পায়ু পথে সেক্স করা।
এই কাজ টি ইসলামের দিক থেকে জগন্য অপরাধ,
নবীজি বলেছেন যারা এই কাজটি করবে?
তারা ধংস হয়ে যাবে।
পায়ু পথে যারা সেক্স করে তারা জাহান্নামে যাবে।
এই বিষয়ে অনেক হাদিস ও আছে।
আমিও পড়েছি অনেক আগে।


আপনি পিছন দিক থেকে করেন?
অথবা সামনে দিক থেকে করেন?
আপনাকে সেক্স করতে হবে যৌনি
পথ দিয়ে।

পায়ু পথ দিয়ে সেক্স করলে নারীর
যৌন অধিকার নারীর যৌন অধিকার লঙ্গণ হয়।

তাই বিবাহিত ভাই বোন দের প্রতি অনুরোধ
রইলো আপনারা সেক্স করার সময় এই বিষয়
গুলি মাথায় রেখে সেক্স করবেন।

নাস্তিকবাদীরা আল্লাহ এবং জাহান্নাম বিশ্বাস করে না?
নাস্তিকবাদীদের কে বলছি............
আপনি আল্লাহ এবং জাহান্নাম বিশ্বাস করেন অথবা
নাই করেন?
কিন্তু আল্লাহ আছেন, তাহার তৈরী জাহান্নামও আছে।
যদি বিশ্বাস না করেন?
তা হলে মরে দেখেন।
সব কিছুর প্রমাণ পেয়ে যাবেন।

0 comments:

Post a Comment

 
Copyright © . ডাক্তারের পরামর্শ - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger